কবিতা - বিদিশা সরকার
Posted in কবিতাএ মেঘ সে মেঘ নয়
অন্যমেঘ অন্য চারুকেশ
কে এলো কে ফিরে গেল
সুতনুকা তুমিও জানো না
কার চোখে কাকপক্ষী
টেরও পেল না নিত্য আসা যাওয়া
সেই,মাধুরী ফার্মেসি আধা সাটার নামানো
আর ভিক্স ভেপোরাব, সোফা মালিস ভিজিট
এ মেঘ সেই বৃষ্টি জানে
বৃষ্টি মানে নোটবই খোলো
সেটাও লুকিয়ে রাখা
ড্রয়ারের তৃতীয় নম্বরে
হাঁটু জলে দাঁড়িয়ে সে
নৌকার বিকল্পে এক অন্য ধারাপাত
স্টেথো ভেসে চলে যায় জলের ধাক্কায়
তুমি মেডিকেল কলেজের রিইউনিয়ন
0 comments: