2
undefined undefined undefined

কবিতা - বিবেকানন্দ দাস

Posted in


কবিতা


সমার্থক
বিবেকানন্দ দাস

পারলে প্রথম চুম্বনের দাগ মোছো,
অজান্তে ছুঁয়ে আছো কার
মরাল গ্রীবা, কাজলের স্নেহ, লালটিপ! 
ডিঙা কার ভেসে গেছে দিগন্ত কিনারে
অকূল মোহনায়...
রক্তে কার মিশে আছে প্রলোভনের মতো
নদীর তীক্ষ্ণ গোপন আলিঙ্গন...! 
পারলে নদীর ছায়া মোছো,
নদী আর নারী সমার্থক 
পাড় ভাঙে, পাড় গড়ে আপন খেয়ালে অবিরাম...! 
অনামিকার ছুঁয়ে থাকা অভিসার মোছো,
মৃত্যু আর প্রেম সমার্থক...!

2 comments:

  1. নদী ও নারী, মৃত্যু ও প্রেম সমার্থক!
    কবিতাটির প্রতিটি লাইন গভীর মননশীল চিন্তার অনন্য প্রকাশ!
    কবির লেখার ভিন্নতায় মুগ্ধতা রেখে গেলাম ....

    ReplyDelete