0

কবিতা - সবর্না চট্টোপাধ্যায়

Posted in


কবিতা


একটা শালিক
সবর্না চট্টোপাধ্যায় 


ব্যস্ত শহর রাস্তা ভিজে। দেখা হলেই আবার চোখাচোখি।
একটা শালিক এদিক ওদিক। দেখছে সেও একলা দিনের ছবি।
সামনে দূরে, অনেকদূরে, নীল সীমানায় ভাসছে একটা ঘুড়ি।
একটা শালিক ঝাপসা আলোয় ভাবছে আজও, বয়স বুঝি কুড়ি!
রোজ সকালে নটার দিকেই। সেই চেনা মুখ। অনেক চেনা তুমি।
খানিক দূরেই দশবারো পা। লাজুক চিবুক নামিয়ে। সে তো আমিই।
তোমার তখন কাজের তাড়া। ব্যস্ত ফোনে। হাতে ল্যাপটপ বুঝি!
আসতে করে এগিয়ে গিয়ে। পাশেই তোমার। সুযোগটুকু খুঁজি।
চলন্তবাস। লেডিস সিটের ঠিক যেখানে। কর্ণার দিয়ে দেখা।
চোখ পড়তেই কাটতাম ঠোঁট। ভিড়ের ফাঁকে নজরটুকু ঢাকা।
তোমার বুঝি হুঁশ নেইকো। কাজেই তুমি ব্যস্ত সারাক্ষণই।
আমার মুঠোয় চিরকুটখাম। দশটা ডিজিট। একটা টেলিফোনই।
বাসের ভিড়েই দুটো বছর। নটা দশে রোজ গড়িয়াহাট।
বলা হয়নি লাজুক শালিক। ডাকতে গেলেই, গলা শুকনোকাঠ।
ফেরার পথে একলা শালিক রোজই ভাবে, কালই কেল্লাফতে।
হঠাৎ সেদিন। নতুন শালিক। তোমায় দেখি সেই জোড়াটির সাথে।
আজকে বছর বেশ কিছু পর, বয়সনদী তেমনই অপেক্ষাতে
বুড়ো শালিক ক্লান্ত ডানায় সন্ধে নামায় আজও শহরটাতে...

0 comments: