0
undefined undefined undefined

কবিতা - সুস্মিতা মজুমদার

Posted in


কবিতা


ধুলোর ঝড়
সুস্মিতা মজুমদার


ধুলোর ঝড়ে পড়ছে ভেঙে
টেবিল জোড়া তাসের ঘর ,
সেইখানেতেই রাখা ছিল
কাঁচের তৈরি স্বপ্ন সব,
মাতাল জোয়ার নোনা জলের
বালির প্রাসাদ গিলছে আজ
সাধগুলো সব ছড়িয়ে ছিল
সেই প্রাসাদের আনাচ কানাচ,
রাগ অভিযোগ হৃদয় জুড়ে
নিখোঁজ সকল আপনজন,
অভিমানের চোরা স্রোতে
যাচ্ছে ডুবে আজকে মন ।
আবেগরা সব বোতলবন্দি
দুঃখকে আজ খুঁজতে হয় ।
ধূসর প্রাণে বেঁচে শুধু
ভালোবাসার অভিনয় ।

0 comments: