undefined
undefined
undefined
কবিতা - সিয়ামুল হায়াত সৈকত
Posted in কবিতা
কবিতা
উল্টো ফুল
সিয়ামুল হায়াত সৈকত
যতখানি কাঁচের ঝাপ্টায় জানে পাখি, ঘরে ওঠে বাহান্ন চোখের ঘুম। তখন, তুমি দেখে নাও কপালের অসুখ কাটাকুটি করে ভুলে গিয়েছি আমাদের, পথগুলোর সস্তা দেয়াল বিষম ভালো আর হাতে রাখি একটি গোলাপ ফুল, আমি তোমাকে বলি–
মেঘ বলুক এসেছে। এবার। একটা স্ক্রিনশট নিয়েছি ফুল, পাতা, পাখিদের জমিয়ে। জানো না? বিষম অসুখে পুড়ছে রঙের শরীর, আমি সত্যিই নৈঃশব্দের গল্প জানি না, প্রিয়।
ধন্যবাদ সম্পাদিকা!
ReplyDelete