কবিতা - শালিনী ঘোষ
Posted in কবিতাকবিতা
জলছাপ
শালিনী ঘোষ
তোমার শরীর জুড়ে লেগে রয়েছে
বান্ধবীদের আঁচলের রঙ
একটু একটু করে ময়ূর হয়ে উঠছ তুমি
টুকরো টুকরো ছোঁয়া দিয়ে
জন্ম দিচ্ছ এক আশ্চর্য পালকগাছ
সদ্যজাত, ফিকে হয়ে আসা আদরের দাগ বুনে
মেঘে মেঘে ছড়িয়ে দিচ্ছ সিঁদুরের মতো স্থির, মৃত্যুর মতো গভীর লাল
আলো হয়ে, ওষধি তেল হয়ে মিশে যাচ্ছ জলে জলে
তৈরী হচ্ছে পৃথিবীর প্রথম জলছাপ
দেখছ
রামধনু গড়ছ
অসময়ে মেলা ডাকছ
আর
ভীষণ ঘুমের মধ্যে তোমার ঘরের দেওয়াল ক্রমশ কুঁকড়ে আসছে
ছাত চুঁইয়ে নামছে
গলা পিচ
রক্ত
ঘাম
অথচ
একটা অতল ঘুমের জন্য এক শরীর আবির হয়েছিলে তুমি।
0 comments: