0

কবিতা: এম. গোলাম মাহমুদ শিশির

Posted in




কবিতা 




এক মুঠো সুখ
এম. গোলাম মাহমুদ শিশির




সারা শরীর জুড়ে উষ্ণতা,
নোনা বাতাসে সজীব ঘ্রাণ।
গহীন অরণ্যের বুকে অনুভব করি -
সবুজের পেলবতা।

অবারিত কচি ধানের মাঠ,
ভেজা মাটির সোঁদা গন্ধ;
মাথার ওপরে খোলা আকাশ আর
কাশবনে ঢেউ খেলানো বুনো হাওয়া।

ডায়েরীর ভাঁজে শুকিয়ে যাওয়া -
তিন-চারটে গোলাপের পাপড়ি
ধোঁয়াটে কিছু স্মৃতি আর
তোমার ভেজা ঠোঁটের উষ্ণ ছোঁয়া।

নীল আকাশ রঞ্জিত হয়
অপলক চোখের দৃষ্টিতে।
ধূসর গাঙচিলের ডানায় ভর করে
খুঁজে ফিরি চিরচেনা এক মুঠো সোনালী সুখ।

তোমার বাহুডোরে নিজেকে জড়াবো বলে;
ঘুরে আসি মঙ্গল গ্রহের নিঃসঙ্গ লাল প্রান্তর।
নীল আকাশ ছুঁয়ে ছুঁয়ে রুপালী জ্যোৎস্নায় -
খুঁজে ফিরি তোমাকে।

হয়তো এখনো সকালের মেঘভাঙ্গা রোদে
গচ্ছিত আছে আমার হারিয়ে যাওয়া সুখ।
নতুবা হেমন্তে পাতা ঝরা -
শব্দের মাঝখানে।

আবছা অন্ধকার নেমে এলে -
বাড়িয়ে তোলে ক্লান্তির প্রখরতা।
হাতের উল্টোপিঠ দিয়ে চোখ দু’টো মুছে নেই;
তারপর খুঁজে ফিরি এক মুঠো সুখ।

তবুও এক মুঠো সুখ কড়া নাড়েনি আমার দরজায়।
তবুও শূন্যতা থেকে যায়,
হাহাঁকার শেষ হয়না -
বুকের ভেতর; অনেক গভীরে!

0 comments: