undefined
undefined
undefined
কবিতা: অব্যয় অনিন্দ্য
Posted in কবিতাকবিতা
রাজহাঁসের কুচকাওয়াজ
অব্যয় অনিন্দ্য
কলম আর শ্যামের বাঁশির কলহে কোকিল এল রেফারী হয়ে
পৃথিবীর যাবতীয় চমক ঠোঁটে নিয়ে নাম নিল মিডিয়া
মিডিয়াই পৃথিবীর একমাত্র চুম্বক
নামজারি করছে সুমেরু-কুমেরু
মাউথ অর্গানে ঢেউ তুলে
আর কলম আর বাঁশি দুজনেই হলদে বুট পরে
মিডিয়ার পেছনে লেফট-রাইট করে
সুপন্থাকে আক্ষেপের লেজে বেঁধে
নিরপেক্ষতার বেড়ালকে ভিজাতে
সমান্তরালে খেঁউড়ও গায়
আমিও ভানুমতীকে সংবাদ দিয়েছি
উঠোনটা মেকুড় চলনক্ষম হলেই
জগতের যাবতীয় কলমবাজদের
ফ্যাশনটিভিতে ডেকে বলব –
রাজহাঁসের কুচকাওয়াজ নিয়ে লিখুন
*******
মেকুড় চলন = ক্যাট-ওয়াক
অনেক ভাল লাগল সংখ্যাটি, চমৎকার শুরু।
ReplyDeleteঅনেক শুভকামনা 'ঋতবাক' এর জন্য
Thank you :)
Delete