undefined
undefined
undefined
কবিতা: অনুপম দাশশর্মা
Posted in কবিতাকবিতা
তবু কোথাও কেউ হয়ত
অনুপম দাশশর্মা
ভাললাগার বুদবুদ কি রঙ্গিন, না কী উদাসীনের খাতার সাদা পাতা
পলকের তীব্রতায় কায়াহীন কস্তুরী কত সহজেই মুছে দেয়
পাওয়া না পাওয়ার রোজকার আর্দ্রতা।
যদি প্রিজম ভেঙ্গে রং বসাও ভাললাগার উজ্জ্বল শরীরে
পেতেই পারো সফলতার এক চিলতে রোদ্দুর,
কিংবা ধরো ভাসিয়ে দিলে ডানা, তখনি....
নাচের মূদ্রাগুলো রাঙ্গিয়ে দিল
ইচ্ছেপূরণের অতিথিনিবাস।
ভাললাগার পায়ে পরাও কূহূধ্বনির বেড়ি
রং ছড়াবে চোখের অনামিকায়!
এমন যদি হয়, সন্ধ্যামণি জুঁইকে ডেকে
নেভায় সংশয়....
উজ্জ্বলতার ভীড়ে কুঁকড়ে থাকা বেলফুলে চাঁদ উঁকি দেয়
দ্বিধার মেহেন্দিতেও।
তখন যায় না পাওয়া ভাললাগার ঋদ্ধ দাগ!
চল যাই ভেজা জোৎস্নায় চেতনাকে স্নান করাতে
শ্বেতপদ্মের বিমোহিত সরোবরে...
0 comments: