0

কবিতা: সুমন্ত চ্যাটার্জী

Posted in




কবিতা



ম্যানিকিন
সুমন্ত চ্যাটার্জী 






মালসাট মেরে এগিয়ে আসে 
নীরবতার ধোঁয়াটে আর্তনাদ, 
বিকৃত আঁধারের গুজব 
হাড়-হাভাতে থালার বৃত্তে 
শিশিরভেজা কাকতাড়ুয়ার মত 
ছিঁড়ে ছিঁড়ে আঁটি বাঁধি 
শুনশান রাতের ধানক্ষেতে 





## 

পিছুই যদি হটতে হয়, 
পোড়াতে পোড়াতে যাবো 
আমার যত ক্লিশে দস্তাবেজ; 
শহরের রাস্তা ফুঁড়ে যে মরুভূমি 
বেরিয়ে আসবে করোটির খ্যাকখ্যাকে দাঁত 
সেই সমাধির ওপর বিছেরা 
বংশগতির সূত্র এঁকে যাবে, 
কাকতাড়ুয়ার জারজেরাও কাকতাড়ুয়া হয় 
বাঁজা মাগীর জমিতে 





### 

তবুও যে ডাকিনীরা আমার খোঁজে 
চোরাবালির শরীর হারাবে, 
তাদের নিয়ে বলশেভিক হবো- 
কঙ্কালে-কঙ্কালে চুমু খাবো 
শব্দব্রহ্মের জাল ছিঁড়ে, 
সময়ের সাথে সাথে বক্তব্য ফুরোবে, 
শুকিয়ে যাবে বিপ্লবের সব গল্প যখন 
আমি জীবনের কবিতা লিখবো

0 comments: