0

কবিতা: জয় ভট্টাচার্য

Posted in





কবিতা 



তিন এক্কে এক 
জয় ভট্টাচার্য 


(১) 

নাকছাবিতে জমানো যত হাতছানি। 
তোমায় দেখে সকাল সন্ধে, 
নিত্য দিনে, মুগ্ধ চিত্তে- 
পাগল আমার হয়রানি ! 


(২) 

দরজা জানলা খোলাই থাকে, 
যেন ন'পিসিমার ছাদ ! 
এক্কা দোক্কা বিছানা জুড়ে- 
খেলতে নামুক চাঁদ। 


(৩) 

স্বচ্ছ হাসি জলের ঢেউ-এ, 
জল বলছে ছলাৎছল ! 
তন্নতন্ন খুঁজছে আকাশ- 
চন্দ্রকলা অবিকল !

0 comments: