1
undefined undefined undefined

কবিতা: ইন্দ্রাণী সরকার

Posted in




কবিতা



চিলেকোঠায় রোদ্দুর
ইন্দ্রাণী সরকার 





শুভ্র আঁচলে ঢাকা সন্ধ্যাতারা 
আকাশের জমিনে ধীরে ধীরে ফুটে ওঠে 


ঘন অনুরাগ বসনে রাঙা শুক্লপক্ষের চাঁদ 
ভেসে যায় আলোর বন্যায় 


বিমুগ্ধ চাহনি দিয়ে ছুঁয়ে যায় 
দ্বিধাহীন সত্ত্বাকে 


পাথর শরীর কেটে ঝরনার জল 
সুমিষ্ট কলতানে মিশে যায় 
পাহাড়ী নদীর স্রোতে 


ভালবাসার চিলেকোঠা ছাপিয়ে 
একরাশ রোদ্দুর আলপনা 



এঁকে দেয় নিম্নগামী শহরতলীতে

1 comment: