undefined
undefined
undefined
কবিতা: মাসউদুর রহমান খান
Posted in কবিতাকবিতা
কবিতার দাম দশ
মাসউদুর রহমান খান
কবিতা তুমি কি? কিইবা তার দাম?
সে কি প্রিয়ার আবেগী চিঠিতে যত্নে জড়ানো খাম?
নাকি, পরের গাছে পাকা লোভনীয় মিষ্টি হলদেটে আম?
কেউ বলে কবিতা প্রেয়সীর শুদ্ধ ভালোবাসা,
প্রতীক্ষমাণ চোখে জিইয়ে রাখা এক টুকরো আশা,
ছুটাছুটি, ব্যস্ততা, ক্লান্তি শেষে সুখ খুঁজে পাওয়া বাসা।
কবিতা, পাঠকের উগড়ে দেওয়া হারানো অতীত,
হতাশায় এনে দেওয়া জয়ের অদম্য জিদ,
অস্পষ্ট দৃষ্টি ফেলা পথে, হাড় কাঁপানো শীত।
কখনো, মনোহরী পেয়ালাতে সাজানো অমৃত রস,
স্নিগ্ধ ভোরের শুভ্রতা জড়ানো প্রথম রোদের পরশ,
অবশেষে, ফুটপাতে হকারের হাকঁ--ডাক, কবিতার দাম দশ!
পুনশ্চ: কবিতার দাম দশ! তবুও যাই লিখে... দেখি কবিতায় স্বপ্ন !
0 comments: