0
undefined undefined undefined

কবিতা - মনোজ কর

Posted in



কবিতা


শহীদের প্রতি

মনোজ কর



ওরা কঠিন হিমবাহ খুঁড়ছে সর্বশক্তি দিয়ে,
রচনা করছে তোমার শেষশয্যা কঠিন শীতল পর্বতে।
ওরা নিয়ে যেতে পারবে না তোমাকে ফিরিয়ে,
প্রিয়জনদের কাছে, অগণিত মানুষের স্রোতে।

ওরা হারিয়ে যেতে দেবে না তোমাকে খাদের গভীরে,
গানস্যালুটে জানাবে তোমাকে শেষ বিদায়।
তারপরে কুচকাওয়াজ, আর তাকাবে না ফিরে,
আবার যুদ্ধ শুরু, আরও কিছু মৃত্যু থাকবে অপেক্ষায়।

বিশ্বাস ছিল তোমার চোখে, রক্তে, হৃদয়ের গভীরে,
দেশকে বাঁচাতে গেলে যুদ্ধই অনিবার্য।
জয়ের স্বপ্ন আর উন্মাদনা ছড়িয়ে ছিল তোমার শরীরে।
তুমি শহীদ হলে, তবু স্বপ্ন সত্য হয়নি আজও।

কাল দুপুরে দেখলাম এক নতুন প্রজন্মকে,
সামিল হয়েছে যুদ্ধবিরোধী মানুষদের মিছিলে।
বন্দুক ফেলে বুকে টেনে নিচ্ছে একে অন্যকে,
অঝোর বৃষ্টিতে ওদের সাথে তুমিও কি ভিজছিলে?

0 comments: