0
undefined undefined undefined

কবিতা - পল্লবী দাস

Posted in


কবিতা


পরমা

পল্লবী দাস



হয়তো কোনও এক শান্ত বিকেলে তোমার অশান্ত মনও আর ভালোবাসতে চাইবে না,
মনে একটা ভয় যে অকৃতজ্ঞের মতো বাসা বেঁধে নিয়েছে;
আর ইঁচড়ে পাকা দাগগুলো তো আছেই!
তবে মন্দ নয় কিন্তু–
এই হারিয়ে যাওয়া, ঝলসে যাওয়া প্রাণ, না না, মন্দ তো নয়,
কখনও অল্পস্বল্প মুহূর্তগুলোকে আপন করে নিতে হয়,
এরই মাঝে বেঁচে থাকতে হয়,
শ্বাস তো সবাই নেয়, তবে বেঁচে থাকাটা জরুরি;
জীবনের সবকিছুতে তো শেষসীমা বা পর্যাপ্ত আকাঙ্খা সম্ভব নয়,
একদম দৃষ্টান্তস্বরূপ বা সঠিক গল্প ঠিক হয়ে ওঠে না আজকাল;
কখনও ছোট্টো একটা হাসিও অনেকটা ঝড় থামিয়ে দেয়;
হয়তোবা ভেসে যাওয়া স্রোতেও ভালোবাসা ফিরে ফিরে আসে;
কিছুটা ব্যক্তিনির্ভর, বাকিটা দৃষ্টিকটু...

0 comments: