undefined
undefined
undefined
কবিতা - মানস ঘোষ
Posted in কবিতাকবিতা
নীলকণ্ঠ কলম
মানস ঘোষ
আঙুলের ফাঁক দিয়ে গোটা একটা রাত,
অসম্পূর্ণ চাঁদ, আর তার সমূহ কলঙ্ক কালিমা সমেত
চলে গেল আরও একবার।
সাদা পাতায় অঝোরে তুষার,
আকণ্ঠ নীল বিষে
নিথর কলম।
আনাচে কানাচে তবু রয়ে গেল কিছু,
খসে পড়া তারা, আকাশের অন্ধ লিপি,
... ছুঁয়ে দেখি তাই ।
উপসর্গ যথাযথ,
তবু....
... সম্ভাব্যের বেদনাই সার।
হেমন্তের শেষে,
চলে যায় পরিযায়ী শব্দের দল,
ভরহীন নিঃশঙ্ক ডানায়
লেখা ছিল অব্যক্ত ঠিকানা।
পড়ে থাকে সাদা পাতা,
নীলকণ্ঠ কলম।
অপেক্ষার প্রহর গোনে....
.....প্রবল সঙ্গম।
0 comments: