undefined
undefined
undefined
কবিতা - শুক্লা মালাকার
Posted in কবিতা
কবিতা
শহরের কিছু পুড়ে যাওয়া গলি ও চোরাবালি
শুক্লা মালাকার
চোরাবালি
সবাই জেনে গেছি
রোজকার সরকারি খেলা
রকমারি প্রতিশ্রুতি
ভেঙে পড়া সমাজের গায়ে
নরম পেলব তারার চাদর
নীচে চোরাবালি গিলছে
গোছানো ঘর, সততা
উথলে ওঠা প্রতিবাদ
ঝুলে পড়া ব্রিজের ওপরে
ঘুঁটি সাজাচ্ছে যারা, তাদের
লক্ষ কোটির অঙ্কে চলমান কাঁকড়ার গতি
তোমারাও মুছে যাবে
দিনশেষের আয়নায় ভেসে উঠবে
তোমাদেরও লাশ।
শহরের কিছু পুড়ে যাওয়া গলি
সব শহরেই কিছু গলি থাকে যেখানে
পায়ের তলায় খলবল করে শুকনো
তাজা রঙিন ফুলের পাপড়ি
গোটা চরাচরে যখন ক্লান্তির ঘুম
গলিগুলোতে তখন আগুন জ্বলে
চাঁদ যেভাবে পুড়তে পুড়তে এগিয়ে যায়
অমাবস্যার দিকে, এখানে প্রতিরাতে বেঁচে থাকা
পুড়ে চলে জীবনের খোঁজে
জীবিত সকলের জন্যই মৃত্যু লেখা থাকে
এখানে সবাই চলমান শব
এই আগুন, গলি, জ্বলে যাওয়া পাপড়ির কাছে
কেবল আগমনী বিন্দুর মতো পবিত্রতা খোঁজে।
শহরের কিছু পুড়ে যাওয়া গলি ও চোরাবালি
শুক্লা মালাকার
চোরাবালি
সবাই জেনে গেছি
রোজকার সরকারি খেলা
রকমারি প্রতিশ্রুতি
ভেঙে পড়া সমাজের গায়ে
নরম পেলব তারার চাদর
নীচে চোরাবালি গিলছে
গোছানো ঘর, সততা
উথলে ওঠা প্রতিবাদ
ঝুলে পড়া ব্রিজের ওপরে
ঘুঁটি সাজাচ্ছে যারা, তাদের
লক্ষ কোটির অঙ্কে চলমান কাঁকড়ার গতি
তোমারাও মুছে যাবে
দিনশেষের আয়নায় ভেসে উঠবে
তোমাদেরও লাশ।
শহরের কিছু পুড়ে যাওয়া গলি
সব শহরেই কিছু গলি থাকে যেখানে
পায়ের তলায় খলবল করে শুকনো
তাজা রঙিন ফুলের পাপড়ি
গোটা চরাচরে যখন ক্লান্তির ঘুম
গলিগুলোতে তখন আগুন জ্বলে
চাঁদ যেভাবে পুড়তে পুড়তে এগিয়ে যায়
অমাবস্যার দিকে, এখানে প্রতিরাতে বেঁচে থাকা
পুড়ে চলে জীবনের খোঁজে
জীবিত সকলের জন্যই মৃত্যু লেখা থাকে
এখানে সবাই চলমান শব
এই আগুন, গলি, জ্বলে যাওয়া পাপড়ির কাছে
কেবল আগমনী বিন্দুর মতো পবিত্রতা খোঁজে।
0 comments: