0
undefined undefined undefined

কবিতা - কৌশিক চক্রবর্ত্তী

Posted in


কবিতা


রাজদ্রোহ

কৌশিক চক্রবর্ত্তী



যে কোনও শরীর থেকে ছিঁড়ে ফেলো পাখনা আর ঘাম
শহর শেষ হয়ে খুব তাড়াতাড়ি উবে যাচ্ছে আশ্চর্য অবসাদ
মেটে ঘাসে পৃথিবী শুঁকবে বলে চেয়ে নাও স্বাধীনতা পূর্ব লালমাটি...
কখনও ফিরে দেখো সমস্ত প্রশ্নের দিকে
আমরাও শূলের ফলায় প্রতিরাত্রে শিড়দাঁড়া পাতি।

ভেসে যায় নদীপাড়, ধানপথ, নির্লিপ্ত সোহাগের বন
বুকে রাখা অক্ষত প্রশ্বাসের বলে কতক্ষণ বাঁচিয়ে রাখবে অন্ধকার?
প্রতিটি রাতের শেষে রাজপথ প্রতীকী হয়, ধ্বসে যায় বিজয়তোরণ...

আবার কোনওপ্রান্তে জেগে ওঠে ঈশ্বরের থান্
তবুও বিচার চেয়ে নিয়মিত ছুটে আসে
ধর্ম আর তোমার সন্তান...

0 comments: