0
undefined undefined undefined

কবিতা - শুক্লা মালাকার

Posted in


কবিতা


কবিতার শব্দেরা

শুক্লা মালাকার


বেশ কয়েকদিন পর আজ হঠাৎ
ভীষণভাবে কবিতা পেল
ঠিক যেভাবে কাম পায়
অনেকগুলো উপবাসী রাত কাটিয়ে
আগ্রাসী ঔরসের জমায়েত
ছিন্নভিন্ন করে নির্জন নীরবতার দুর্জয় শাসন,
তেমনি, পঙ্গু দিশেহারা শব্দেরা
প্রবল প্রেমহীনতার তোড়ে
ভাসিয়ে নিয়ে যাবে দুর্ভেদ্য অবসাদ।

নারকীয় নিঃসঙ্গতার কাছে কবিতা 
দুঃখী, ব্যার্থ মানুষের
মুক্ত শব্দভাণ্ডার।

0 comments: