1

কবিতা : শিবলী শাহেদ

Posted in



কবিতা 



স্মৃতি যাত্রা
শিবলী শাহেদ 



ঝড়ো হাওয়ার ইঙ্গিতে ছদ্মবেশী ধুলোরাও 
প্রকাশিত খুব। সুতরাং ধুলো হয়েই 
বেঁচে থাকুক স্মৃতি— যে স্মৃতির ভেতর নতজানু তৃষ্ণার জল— তারও পরে অন্ধকারে— গভীর অতল... 

আগামী শীতে হাজারো বারণ থাকবে 
তবুও কিছুটা স্মৃতি-চারণ 
পাতায় সাজিয়ে না হয় পাঠিয়ে দেব 
শুদ্ধতার কেন্দ্র বরাবর।

1 comment: