0

কবিতা : শর্মিষ্ঠা ঘোষ

Posted in



কবিতা


কোথাও যাই নি 

শর্মিষ্ঠা ঘোষ


আনমনা তাড়াহুড়ো ভুলে গ্যাছে ক্লিপ
এক্ষুনি যেন যত ঝড়ের তাগিদ
এক্ষুনি যেন যত অবাধ্য চুমু
বর্ষার মেঘ হয়ে নামবে চুলে


ট্যাক্সির জানালাতে কার জলমুখ
কাঁচের ওপার থেকে ছুঁয়েছে শহর
এ শহরে কাছে দূরে আদরের চোখ
আঁতিপাঁতি খোঁজ রাখে সব যাতায়াতে


ভিড় ঠাসা একা লাগা সৌখিন কাঁটা
গোলাপের বনে ফোটা বাতিকের ফুল
সোহাগ ছোপানো এই বুনো সংলাপ
অধরা মাধুরী জেনে মোড়া সেলোফেনে


একটা জীবন আছে দুজনাকে ছাড়া
একটা জীবন আছে অন্য সবার
একটা জীবন ডাকে অন্য প্রমাতে
একটা অন্য কিছু গাঁট মেলাবার


তারপর গতিপথে যা আসে আসুক
উদ্দাম অভিমানী নুনের চিবুক
তারপর ভুল ভাবা পুরনো আলাপ
তারপর মনে হওয়া কোথাও যাই নি

0 comments: