2

কবিতা : রত্না ঘোষ

Posted in


কবিতা



অন্নসুখ
রত্না ঘোষ 




আজ মনে হচ্ছে সারা রাত বৃষ্টি হবে, 
টিনের চালের ওপর শব্দ শুনেই কাটাতে হবে । 
আমার অন্নদাতা এখন ঘর আমোদ করে 
তক্তপোশে ঘুম দিচ্ছে । 
আমি ও দিই ওকে 
অন্নের বদলে সুখ । 
এমনটাই চুক্তি আছে আমাদের, 
আমার থাকা খাওয়ার ভার নেবে ও 
আমি নেব ওর শরীরের ভার । 

চুল্লুখোর বাবার সংসার থেকে মুক্তি পেতে 
এই সওদাটা মন্দ লাগেনি তখন । 

এখন আর ঘন ঘন সুখ চায় না ও 
গ্রামের বাড়িতে সম্বন্ধ দেখছে ওর মা, 
ভাত গুলো কেমন দলা পাকায় আমার গলায় ।

2 comments:

  1. গভীর অনুভূতির স্পর্শে সকাল সুন্দর হয়ে উঠলো। কবিকে শুভেচ্ছা জানাই।

    ReplyDelete
  2. তীর্যক শ্লেষ বেরিয়ে আসছে... ছুঁয়ে যাচ্ছে..

    ReplyDelete