0

কবিতা : সুকান্ত চক্রবর্তী

Posted in



কবিতা 



তুমি ভালো থেকো 
সুকান্ত চক্রবর্তী 


ভালো থেকো,
ঠিক যেমন নীল আকাশে সাদা মেঘেরা ভালো থাকে ,
নদীর ধারে শরতের কাশফুলেরা ভালো থাকে,
চাঁদের টানে জোয়ার-ভাঁটারা ভালো থাকে ।
তেমনিভাবে তুমিও ভালো থেকো চিরন্তন ;


জানি,
কে ই বা ভালো থাকে বেশিদিন ?
মেঘেরাও তো বৃষ্টি হয়ে ঝরে অঝোরে ,
কত শরৎ কাটে রুক্ষ হয়ে, দিনের আলোতে
চাঁদও লুকায় আকাশের অন্যদিকে ।


তবু যখন ভোর হয় বা সন্ধ্যে নামে,
দীঘির জলে লুটুপুটি খায় মসলিন আকাশ;
রাত বা দিন গত হয়ে আচমকা হাতে হাত লাগে
ইচ্ছা জাগে, আশা জাগে ; জমিয়ে রাখা সব
কান্না হয়ে ঝরে যাওয়ার পর যে
অমোঘ শান্তি নামে এ মাটির পৃথিবীতে,
তার সবটুকু নিয়ে আকাশের মেঘে,
শরতের কাশফুলে , নদীর আন্দোলনে
তুমি ভালো থেকো , চিরন্তন ।

0 comments: