3

কবিতা : সংযুক্তা মজুমদার

Posted in




কবিতা



সিন্ডেরেলার গল্প
সংযুক্তা মজুমদার




সিন্ডেরেলার গল্প একটু পাল্টে দিলে কেমন হয়?
অত্যাচার এ অতিষ্ঠ সে
এই গল্পেও পেতো ভয়
এখানেও তার ছিলো দুই বোন
ছিলোনা তাদের কাজে কোনো মন
এখানেও গেল রাজার বাড়ির
নাচের নিমন্ত্রণে
সিন্ড্ররেলা রইল পরে
রান্নাঘরের কোনে
এখানেও এলো পরীরানী
দোলালো যাদু কাঠি
সিন্ডেরেলার সাজগোজ গেল পাল্টে রাতারাতি
গেল সে মেয়ে রাজার বাড়ি
নাচল কিছুক্ষণ
অজান্তে জয় করে নিল
রাজপুত্রের মন
সময়ের তালে ছুটিতে গিয়ে
জুতো দিল সে ফেলে
তাই নিয়ে তাকে বাড়ি বাড়ি
গেল খুঁজতে রাজার ছেলে
পেয়ে গেল সে খুঁজে ও তাকে
চাইল তার হাতখানি
সিন্ডেরেলার গল্প আমরা
ঠিক এমনই জানি
এখানে গল্প পাল্টে গেল
বলল হেসে সে
রাজার বাড়ি চাইনা যেতে
চাই আরো কাউকে
ওই যে ফেরিওয়ালা হেঁকে যায়
তার বাড়ি যেতে চাই
গল্প শোনাবে রোজ সে আমায়
দেবে তার মনে ঠাঁই
কিম্বা ওই রাখাল ছেলের
সঙ্গে যাব চলে
নাচব তার বাঁশির সুরে
রাখব মাথা কোলে
এমনই কোথাও কারো সাথে
দেবে সে এবার পারি
পুরনো গল্প পাল্টাবে সে
যাবেনা রাজার বাড়ি

3 comments:

  1. Most appealing, not as ideal so cold poetry, new approach, new style,
    New skill of experimental writing, please accepte my wishes and love
    To poet, thanks.shyamal som

    ReplyDelete