0

কবিতা - মোহম্মদ কামাল

Posted in

কবিতা


কলকাতার রিকশা ভেবে

মোহম্মদ কামাল




যেতে তো পারি
কালপরিধি পাড়ি;
মানবিক খুরের ঝরা কাঠগোলাপ শব্দ,
পরতে পরতে পিছু হারানো
যা আছে কিছু;
তোমার প্রাচীন হৃদয় হুগলি ভোরে স্নান,
একদেহ শিশু থেকে ফুটে বুড়ো হয়ে ঝরে পড়া ফুল— ছড়াতে ছড়াতে কলকাতা বদলায়
অতলে ঝড়ের মেট্রো—
বগলে চেপে হাতল
এ চাকা যে বিপন্ন কালের জাদুপথ চলা যান,
হারাতে পুরনো সুর ছন্দ লয়ে,
না শোনার ভান পেতে কান প্রত্নযাত্রীর গল্পের কথা
শুনতে শুনতে উল্টো সময় আরণ্যক ধর্মতলায়!

কেন যাব;
গুগল খোঁজের পথে
উবারের শব্দ,
আন্তর্জাল বিমান টিকিট; পরাধুনিক কবিতা সময় উড্ডীন!

0 comments: