undefined
undefined
undefined
কবিতা - মনোজ কর
Posted in কবিতাকবিতা
অমৃতস্য পুত্রা
মনোজ কর
তোমাকে শেষ কবে দেখেছি মনে পড়ে না,
হেঁটে হেঁটে পেরিয়ে যাচ্ছিলে নদী, পর্বত, অরণ্য।
তোমার কোলে ছিল এক নারী, বৃদ্ধা, শীর্ণা।
তোমাকে পথ দেখাচ্ছিল চাঁদ আর নক্ষত্র অগণ্য।
ঐ লোলচর্ম নারী তোমার কেউ ছিল না,
ওনাকে কুড়িয়ে পেয়েছিলে গ্রামের বাইরে।
ওঁকে ঘিরে ছিল শত শত শকুন আর স্তুপীকৃত আবর্জনা,
সহস্র পাপের বাসা ছিল ঐ বৃদ্ধার শরীরে।
কি নিবিড় প্রশান্তি দেখেছিলাম ঐ মুখে,
চোখ বেয়ে নামছিল অবিরল অশ্রুধারা।
চলেছিল অমৃতলোকে তোমার স্পর্শে পরম সুখে।
ক্ষমা করছিল সবাইকে ওর হত্যাকারী ছিল যারা।
রাত্রি নিস্তব্ধ, তোমার কন্ঠ ভাসে শুধু,
শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা,
আ যে ধামানি দিব্যানি তস্থূ,
এ দিব্যধামে শুধুই জীবনের জয়যাত্রা।
0 comments: