0

কবিতা - মানস ঘোষ

Posted in

কবিতা


রসায়ন

মানস ঘোষ



এখন লিটমাস টেস্ট চলছে।
লাল বেগুনী নীল হলুদ বা কালো।
বুঝতে হবে অম্লের বিষ, ক্ষারের ভয়াবহতা।
তারপর মাত্রা বুঝে বুনসেন দীপের লিঞ্চিং আঁচ।

তারজালির ওপর কাঁচের বিকারে সহজদ্রাব্য লঘু যৌগ,
প্রতিশোধের নিয়ন্ত্রিত হলকায় বিশুদ্ধ খাদ গড়িয়ে নামছে,
ছেয়ে ফেলছে সমস্ত ভূখণ্ড।
বেড়ে চলেছে জানলাহীন ল্যাবের সীমানা।

পর্যবেক্ষণ বা সিদ্ধান্ত সবটাই পূর্বনির্ধারিত,
একটাও বাড়তি শব্দ বিপর্যয় ডেকে আনবে।
পারদের বিষপ্রলেপ দেওয়া আয়নায় দেখা যাবে,
তুমি প্রেমিক নাকি ঘৃণ্য বিরোধী !

পরীক্ষা চলবে,
যতক্ষণ না পর্যন্ত অম্ল আর ক্ষারের ভয়াবহতা সমান হতে হতে প্রশমন পর্ব শেষ হয়।
তখন লিটমাস দ্রবণের রঙ হবে সাদা।
মুষলপর্বের শেষে, শান্তির শ্মশানের মতো।

0 comments: