0

কবিতা - জলধি হালদার

Posted in

কবিতা


আমি ছোঁয়াচে হয়ে উঠছি

জলধি হালদার



কবিতা লিখতে লিখতে এখন আমি দুরারোগ্য
হৃদয় জুড়ে দগদগে ক্ষত

জীবনের আশেপাশে যত হাঁসকল
সব পার হয়ে এসেছি

শিরদাঁড়া এমন শক্ত যে
মাথা নোয়াতে পারি না কিছুতেই
স্পষ্ট ভাবে রাজার চোখে চোখ রাখতে পারি

আমার কলম দোষ কাপড় তুলে নাচে, অতএব
মার খেতে হবে, চিত হয়ে পড়ে থাকব নর্দমায়
কিংবা রাস্তার ধুলোয়

স্বচ্ছ দৃষ্টির তীক্ষ্ণতা ভেদ করে
যে কোনও আড়াল
অনেক দূর ও দূরের সিনেমা দেখতে পাই

দগদগে ক্ষতটা টাটিয়ে উঠছে আজকাল
ছোঁয়াচে হয়ে উঠতে আমার তর সইছে না

0 comments: