undefined
undefined
undefined
কবিতা - রীনা তালুকদার
Posted in কবিতা
কবিতা
স্থানান্তরিত ঠিকানার টু-লেট
রীনা তালুকদার
আমরা আমাদের ভেতর আধিপত্যের জগত তৈরী করি
স্ব-সুখের রাজত্ব চালানোর নির্মল উদ্দেশ্যে ;
সেখানেও ছেদ পড়ে, টুকরো টুকরো কাঁচের খেয়ালখুশি
জীবনের টানাপোড়েনের অবারিত ঢেউ এসে বিচ্যুতি ঘটায়
দূরত্বকে মেনে নেই আরো আরো কোনো সুখের খোঁজে
দৃশ্যমান বৃষ্টির চেয়ে অদৃশ্যত: বৃষ্টিতে চোখে কুয়াশা কুয়াশা
একে অপরের চিন্তা রশ্মির রেশ ধরে হাঁটি গন্তব্যহীন গন্তব্যে
হৃদয় প্রবোধ মেনে সুখ সুখ অনুভবে পৃথিবী সুন্দর প্রকৃতিতে
ফুল ভেবে গান করি, নদীর ঢেউয়ের ঝড় তুলি হৃদয়ে হৃদয়ে
তুমুল শিল্প চর্চায় মশগুল হই সুন্দর স্বপ্নের আবাসে
কখনো কখনো ময়ূর পঙ্খী হয়ে আকাশ জুড়ে বিচরণ করি
আমাদের দিকে চেয়ে থাকে বৃষ্টি ভেজা জ্যোৎস্নার মুগ্ধ চোখ
নিশ্চিত নির্ধারণবাদে স্থানান্তরিত ঠিকানার টু-লেট পড়ে
একদিন এই আমরাই মিশে যাই প্রকৃতির কোলে জৈব সার।
0 comments: