0

কবিতা - রীনা তালুকদার

Posted in


কবিতা


ওই মানু হিবার চোগ খারাব !

রীনা তালুকদার



সকাল বেলার নাস্তায় গৃহপালিত পাখির
ছোট্ট ধবধবে ডিমটার খোসা ছাড়ছি
তখনও ঘরটা অন্ধকার
অনেকগুলো প্রাণ ঘুমাচ্ছে
জেগেছি একাই
এখানে একশভাগ স্বাধীনতা ভোগীরা আছে

ডিমের খোসা ছাড়লেই জ্বলে ওঠে উজ্জীবিত সূর্য
হলুদ রাঙা সূর্যটার মুক্তির নানা কৌশল
জন্মের জতুগৃহের যন্ত্রণায় গুলটি পাকানো
সুক্ষè দাগ জ্বলজ্বলে ক্ষুধার্ত চোখে
আওয়াজ শোনা যায় :
বান্দরবানে মুরং পাড়ায় ম্রো বুড়িটা বলেছিলো :
বাবু, ওই মানু হিবার চোগ খারাব!
নিমেষেই ক্ষুধার বিপরীতে জেগে ওঠে
নখরা দলের একশ বাঘ।

0 comments: