0
undefined undefined undefined

কবিতা - সহেলী চক্রবর্তী

Posted in


কবিতা


ছুটির ডাকে

সহেলী চক্রবর্তী



ছুটি মানে পুজোর গন্ধ, ছুটি মানেই খেলা
ছুটির মানে কুলের আচার খাওয়া দুপুরবেলা

ছুটি মানে নীল আকাশে সাদা মেঘের রাশি
ছুটি মানে বৃষ্টি ভেজা আর সর্দি-কাশি

ছুটি শুনে আসছে ভেসে সোঁদা মাটির ঘ্রাণ
ছুটি মানেই আনন্দেতে হারিয়ে গেল প্রাণ

ছুটির মানে চুপটি করে গল্প শোনার বেলা
ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমীদের সাথে হাজার খেলা

ছুটির পরে বাড়ি ফিরেই মায়ের উজল মুখ
ফেরত পাওয়া হারানো সেই ছেলেবেলার সুখ

ছুটি শুনেই পড়ছে মনে বাবার গলার ডাক
কোথাও ওই উঠলো বেজে পঞ্চমীরই ঢাক

এমনি অনেক ছোট্ট ছুটি লুকিয়ে জগত জুড়ে
ডাকছে তাকে তোমার সকাল আজকে নতুন সুরে

0 comments: