undefined
undefined
undefined
কবিতাঃ মিজান ভূইয়া
Posted in কবিতা
কবিতা
তোমার মুখ
মিজান ভূইয়া
সময় গুনে গুনে আমিও গান শুনি, দুই পয়সার আলতা লাগাই পায়ে, ঠোঁটে খুঁজি
কালো কিছু কারুকাজ, ছুঁয়ে দেখি গণমানুষের চোখ… আমাকে বিপন্ন করে ছোটো ছোটো দুঃখবোধ, সুতোজামা, এদেশের প্রকাশিত ভূগোল… বেলা শেষে ছায়া পড়ে মাঠে, মদের বোতলে, মেয়েটির লাল ফিতায়…তুমি তো জানো না তোমার বুকেই আমি শিশু পিকাসো..…আমিই চিত্রা, শিশুস্বর্গ, আমিই সুলতান… মেঘলা আকাশে তোমার মুখ আঁকি, ছায়া আঁকি… তোমাকে দেখে দেখে লিখি নাটক, লিখি পাখি… লিখি সোনালী আঁশের কবিতা…!
0 comments: