0
undefined undefined undefined

কবিতাঃ শিবলী শাহেদ

Posted in


কবিতা


গুচ্ছ কবিতা
শিবলী শাহেদ



১। 
পৃথিবীটা গেছে অরণ্যের দিকে— ড্যানিয়েল বলো, অরণ্যের দিকে গেছে পৃথিবী। তাকে ফলো করো। তোলো, বারুদ তুলে নাও। ল্যান্ডস্টেড তাক করো। পৃথিবীকে শিকার করতে আর মাত্র দুই-সমুদ্র-বছর লাগবে তোমার, ড্যানিয়েল—
পৃথিবীর বয়েস তো বাড়ছে



২। 
কিন্তু
ছুঁয়ে দেখতে চেয়েছিলে
এবং
তাহার সম্ভাবনাও ছিল
কিন্তু
রাতটা তো বাড়লো না
ফলে 
আঙুলটা পারলো না





৩।
ভলভো বাস, বাসের পেছনের সিট, 
জসীমুদ্দিন, রেডিসন, বনানী, 
ফার্মগেট, কনকর্ড, অর্কিড
সাজেশন, এম সি কিউ, এক্সাম।
টিকেটঘর, টিকেট, অপেক্ষা
অপেক্ষা, অপেক্ষা, অপেক্ষা। 
ভলভো বাস, বাসের পেছনের সিট
ফার্মগেট, বনানী, রেডিসন
জসীমুদ্দিন, আজমপুর, রবীন্দ্রসরণী....
প্লেটে ফালি ফালি সন্ধ্যা, 
ছুঁয়ে যাওয়া তর্জনী

0 comments: