0

বইপোকার বইঘর - অনিন্দিতা মণ্ডল

Posted in

বইপোকার বইঘর
অনিন্দিতা মণ্ডল



এ সংখ্যার নির্বাচিত বই A most wanted man। লেখক জঁ লে কার। জঁর থ্রিলার। বিশ্বব্যাপী সন্ত্রাসের শিকারে যখন চরম সংকটের মুখোমুখি আমরা তখন এই বইটি পড়তে পড়তে বুঝেছি কেন লে কার এই বিষয়ের সমকালীন শ্রেষ্ঠ লেখক। 
টমি ব্রু একটি বৃটিশ ব্যংকের মালিকানা পেয়েছেন। ডুবন্ত জাহাজ। কিন্তু সেই ডুবন্ত জাহাজের একটি সুরক্ষিত ভল্ট এর চাবি ঈসার হাতে। যে ঈসা একজন বেআইনি অনুপ্রবেশকারী এবং হামবুর্গে সে একটি বিশেষ মিশনে আছে। ব্রু একটি ফোন কল পেলেন এডভোকেট অ্যানাবেল রিখটারের কাছ থেকে। ঈসার এডভোকেট তিনি। এখান থেকে কাহিনীর পরত খুলছে। 
এ বই সম্পর্কে USA Today বলছে , an instant classic ... A provocative and incendiary ending that only le Carre, the master , can pull off . 

যাঁরা এস্পায়নেজ থ্রিলার পড়তে আগ্রহী এ বই তাদের আনন্দ দেবে , সঙ্গে দেবে এক অবসরপ্রাপ্ত সিক্রেট এজেন্টের কলমে ফুটে ওঠা রিয়েল স্টোরি। স্টোরি বিহাইণ্ড এভরি ওয়ার। 

0 comments: