0

কবিতা - রীনা তালুকদার

Posted in


কবিতা


অনুযোগের মিছিলে

রীনা তালুকদার



খামোকা অনুযোগের মিছিলে ঘিরে থাকো
সময় ফেরারী হয় না বলেছি বহুবার
এ নিয়ে নিরীক্ষা ছিল না কখনো
বরফে জমিয়েছো নাবালক হৃৎপিণ্ড
চিৎকারে শীৎকারের ছবি আঁকো
অভিমানের মর্যাদা বুঝতে হয়
বন্ধ ডাক ঘরে ডাকলে কি
নীল পাখি উড়বে ?
বাস্তবতার গাণিতিক বন্ধন-
কচু পাতার আবেদনময়ী বর্ষার জল
যার কোনো ইতিহাস থাকে না

কোনো মৌসুমী দিনে উৎসুক চোখে
আশান্বিত চোখ রাখলে
নাও তো চিনতে পারে
রাঙা বসন্তে শিমুলের আগুন
হিমবাহ থেকে আলিঙ্গনের অনুযোগ মানায় না
তার চে’ ভালো
বারান্দার টবে বেলীর চাষ করো
বিশ্বজুড়ে হাহাকার ঘুচবে অনাহারীর
শিমুলের পরশ বিশ্বজনীন আভাস
হৃদয় কোণে যায় না রাখা
হৃদয়তো পাগলা উনুন
তুষ ছিটালেই দহনে দাহ করে সব উত্তাপ
চারদিকে তো উত্তাপেরই লড়াই!
এসো অনুযোগ রেখে উত্তাপে পুড়ে যাই!!

0 comments: