0

কবিতা - পল্লববরন পাল

Posted in


কবিতা


স্মৃতির সাথে, মনের সাথে

পল্লববরন পাল



স্মৃতির সাথে কুস্তিতে রোজ হচ্ছি কুপোকাৎ
ও মন, তুই অভুক্ত নাকি বাড়বো থালায় ভাত?

স্মৃতির হাতে বেইজ্জতি হচ্ছে প্রতিদিন
ও মন, তোর কি হাত নিশপিশ? অসুখটা প্রাচীন

স্মৃতির সঙ্গে চুমোচুমি হাতের ওপর হাত
ও মন, একটু সাবধানে থাক সময়টা বজ্জাত

স্মৃতি এখন নিরুদ্দেশে ডাকবাক্স ফাঁকা
ও মন রে – তোর একটাই কাজ লড়াই জারি রাখা

0 comments: