0

কবিতা - মনোজ কর

Posted in


কবিতা


আমি সৈনিক

মনোজ কর


আমি রাষ্ট্রের কাছে প্রতিজ্ঞাবদ্ধ
স্বপ্নে তোমার মুখ না দেখার জন্য,
না শোনার জন্য তোমার হাতের চুড়ির শব্দ,
আমার হাতের বেয়নেট ধারালো, বিষ মাখানো।

হুকুম নেই তোমার হাত ধরবার,
এ হাত শুধুই রাইফেলের জন্য।
এই আঙুল ছুঁয়ে থাকবে কেবল ট্রিগার,
বৃষ্টি পড়লেও আমার মনকে হতে নেই বিষণ্ণ।

যে বাঙ্কারে আমি আছি ঘাপটি মেরে,
তার উপরে সবুজ মাঠ আদিগন্ত।
গোধূলিশেষে বুনোহাঁস ঘরে ফেরে,
সন্ধ্যার আকাশ মেঘলা বর্ষণক্লান্ত।

অনেকদিন বসে আছি শত্রুর অপেক্ষায়,
দেখা মাত্রই গুলি চালানোর আদেশ।
তোমারও কি চুল উড়ছে শ্রাবণের ভিজে হাওয়ায়?
তোমারও চোখে কি জল? হাসি নিরুদ্দেশ?

0 comments: