কবিতা - রমাপ্রসন্ন ভট্টাচার্য
Posted in কবিতাকবিতা
বল্গাহীন মন
রমাপ্রসন্ন ভট্টাচার্য
যখনই বাঘের ছবি আঁকছি
সেটা বেড়াল হয়ে যাচ্ছে।
হোকনা সে বাঘের মাসী বা পিসী
সে তো বাঘ নয় এমনকি কাগুজে বাঘও নয়।
মনে যে চিন্তা উঠছে
কলমের মুখে এসে সে অন্য রূপ ধরে
এখন কোনো নিয়ন্ত্রণ নেই মনের উপরে
লাল-হলুদ-সবুজকে সে মানতেই চায় না
থামতেই চায় না যেখানে থামার কথা
সব সংকেতকে পাশ কাটিয়ে
সে চলে নিজের খেয়ালে।
ঈশ্বর, তোমার ছবি আঁকার চেষ্টা এখন করবো না
জানি--তাহলে তুমি দানব হয়ে ফুটে উঠবে।
0 comments: