0

কবিতা - কৌশিক চট্টোপাধ্যায়

Posted in





পৃথিবীর যত বয়স বেড়েছে
বেড়ে গেছে অবসাদ
আমি তুমি শুধু দূরে সরে গেছি
বাতাসে বারুদ স্বাদ৷

দূরত্বটাও বেড়েই চলেছে
মুখোশ হয়েছে মুখ
চোরাবালিতেই তলিয়ে গিয়েছে
চেনা জানা সব সুখ৷

ভোকাট্টা সেই সূতোরা এখন
এলোমেলো ওড়ে ঝড়ে
অজানা ঠিকানা খুঁজে নেবে ঠিক
ইশারায় প্লুত স্বরে৷

সবুজ চোখেরা চারিদিকে ঘোরে
ঈর্ষারা আশে পাশে
প্রেমের গীতিকা ভুল করে কেউ
লিখেছিল পরবাসে

0 comments: