কবিতা - মিজান ভূইয়া
Posted in কবিতা
কবিতা
বুকের বাতাস
মিজান ভূইয়া
মনে নাও। মেনে নাও। সেই সময়। এই মেঘ। ব্যালকনিতে ছায়া পুড়ছে কার। কবিতা লিখে কে? পাশের ছাদে জামার গন্ধ। দেয়ালে দোয়েল । সেই মুখ মনে পড়ে। গাছগুলো মনে পড়ে।
রোদের আয়না আছে। পাঁচটি পাথর আছে। পাতাগুলো নেই। এই যে শিশু মেয়ে, মেয়েটি কার! এই সকাল কার? সেল ফোনে কল দেয় কে? নিতে চাইলে নিতে পারো, বুকের বাতাস। এখনও সন্ধ্যা হয়। ছবি দেখি। নীল ঢেউ। পাহাড়। মন কাঁদে। সুগন্ধি তেলের মতো নৌকো এসে দুয়ারে দাঁড়ায়। গান বাজে। ঘর-বাড়ী মনে থাকে না। বাজার-বিকেল মনে থাকে না। ভাত খাবো ভুলে যাই। ছবি আঁকা ভুলে যাই।
সময় যায় ইচ্ছে মতো। কিচ্ছু বলি না।
কিছুই বলি না।
0 comments: