কবিতা - বন্দনা মিত্র
Posted in কবিতাকবিতা
কন্যাসুন্দর আলো
বন্দনা মিত্র
কন্যাসুন্দর আলো মেখে অশথ সেজেছে খুব।
আদুরি কিশোরীছাঁদে পুকুরের জল লাগা পায়ে
ঘরে ফেরে, দেমাকী হাঁসের দল।
নিঃসঙ্গ দাঁড়কাক সারাদিন তাপ সহ্য করে
এবার ঘুমাতে চায়, এলোঝেলো বাসাটিতে।
সন্ধ্যার দাগ ধরা লাল পথ বেয়ে
ক্লান্তি আসে, সঙ্গী নিয়ে রাগ দুঃখ, অপমান –
বাড়ি বয়ে জেনে যায় – কি বন্ধু, কেমন আছো?
কুশল তো সর্বাঙ্গীন?
শিশুগুলি লন্ঠনের চারিপাশে ভীড় করে
সহজপাঠের মতো অনায়াস বই হাতে ।
কালোজিরা ফোড়ণ আর সবুজ লঙ্কার ঘ্রাণ –
আঃ কি নিশ্চিন্ত সুবাস।
এমন সুখের দিনে ও পরাণ,
হীরেণের বউটিকে ডাকো
কথামত তিন লাখ বেয়াই দেয়নি বলে
ও কেন কলসি কাঁখে পুকুরের পানা জল ছুঁয়ে
নিস্পন্দ ঘুমাতে যাবে?
কন্যাসুন্দর আলো মেখে অশথ সেজেছে খুব।
আদুরি কিশোরীছাঁদে পুকুরের জল লাগা পায়ে
ঘরে ফেরে, দেমাকী হাঁসের দল।
নিঃসঙ্গ দাঁড়কাক সারাদিন তাপ সহ্য করে
এবার ঘুমাতে চায়, এলোঝেলো বাসাটিতে।
সন্ধ্যার দাগ ধরা লাল পথ বেয়ে
ক্লান্তি আসে, সঙ্গী নিয়ে রাগ দুঃখ, অপমান –
বাড়ি বয়ে জেনে যায় – কি বন্ধু, কেমন আছো?
কুশল তো সর্বাঙ্গীন?
শিশুগুলি লন্ঠনের চারিপাশে ভীড় করে
সহজপাঠের মতো অনায়াস বই হাতে ।
কালোজিরা ফোড়ণ আর সবুজ লঙ্কার ঘ্রাণ –
আঃ কি নিশ্চিন্ত সুবাস।
এমন সুখের দিনে ও পরাণ,
হীরেণের বউটিকে ডাকো
কথামত তিন লাখ বেয়াই দেয়নি বলে
ও কেন কলসি কাঁখে পুকুরের পানা জল ছুঁয়ে
নিস্পন্দ ঘুমাতে যাবে?
0 comments: