undefined
undefined
undefined
কবিতা - কুমকুম বৈদ্য
Posted in কবিতাএন্ভেলাপ ভরতে বসেছি আজ
তোমাকে পাঠাবো কিছু উপহার
যে দিনগুলোতে আমি বাঁচতে চাইনি আর
যে রাতগুলো কেটেছে চিন্তায়
টাইপ করতে করতে বিকল হাতের স্নায়ুগুলো
ঘামে ভেজা ফাস্টট্রাকের ঘড়ির বেল্ট
রাত জাগা চোখের কালি, ন্যাচারাল মাস্কারা
এলোকেশি এলো-খোঁপা ঝরা চুল
কাল রাতে এরা সব ফুটেছিল গন্ধরাজ হয়ে
স্পর্শ তখন জড়িয়ে ছিল শরীর জুড়ে তোমার স্বপ্ন
হয়তো বা দ্বিধারাও, সাথে নীতিকথা
পড়ে আছে সুতো আর আলাদা আলাদা সব ফুল, ছড়াবে গন্ধ পিওনের কাঁধে
হয়তোবা ঝরে যাবে ওরা গন্তব্যের আগে
তবুও তো কেউ কেউ দশতলা ফ্ল্যাট,দুই পা ছড়িয়ে বসে সুঁচ সুতো হাতে।
খুব সুন্দর। অভিনন্দন জানাই 🙏
ReplyDelete