0

সম্পাদকীয়

Posted in




প্রকাশিত হলো ঋতবাক অষ্টম বর্ষ, চতুর্থ সংখ্যা।

শীত এলো বলে। হেমন্তের রং, গন্ধ অবশ্য এখনও প্রকৃতিতে। শোনা যাচ্ছে এবারের এই শীত নাকি হতে চলেছে সাম্প্রতিককালের তীব্রতম, যা সামগ্রিক উষ্ণায়নেরই বিপ্রতীপ ফসল। এমনিতেই এই নভেম্বর মাসটার সঙ্গে বিষণ্ণতার যোগ নিবিড়। এই আধো অন্ধকার সময় হঠাৎ বয়ে আনলো বিতর্কিত কৃষি বিল প্রত্যাহারের খবর। একটু যেন আলোকিত হলো চারপাশ। আরেকটি আনন্দ ঘোষণা হয়েছে দিনকয়েক আগে। অতিমারির আবহে একবছর বিরতির পর কলকাতা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে জানুয়ারির শেষদিন থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি অবধি। প্রকাশনা, পড়ুয়া সম্প্রদায়ের কাছে এ এক বড়ো প্রত্যাশার প্রাপ্তি। বইপাগল মানুষের মেলামেশার চেনা ছবিটি আবার দেখতে পাওয়ার প্রত্যাশা নিয়ে শুরু হলো ''উলটি গিনতি''। 

সুস্থ থাকুন, সচেতন থাকুন, সৃজনে থাকুন

শুভেচ্ছা নিরন্তর

0 comments: