0

কবিতা - অঞ্জন বল

Posted in


কবিতা


চলো বাস বদলাই 

অঞ্জন বল

শহরটাকে কাঁধে নিয়ে
এবার বাস বদলাই চলো -
আলো চাল, জরাজীর্ণ ফাঁকফোকরে
হুতোম আর পায়রার খোপ -
স্মৃতিভারে মলিন লেফাফা তোরঙ্গে
অনেকদিন ধরে মরচে পরে আছে,
এখন একটু হাওয়া খেলি চলো
শহরটাকে কাঁধে নিয়ে ।

হুডখোলা গঙ্গা নদীটিকে নিয়ে
চলো বাস বদলাই,
কলরব মিছিল কালোয়াতি হুল্লোড়
পরব আর উৎসব সারি সারি বন্যায়
ভেসেছে এই শহর,
কিছু জলাভূমি অটুট এখনও
স্পর্ধায় কচ্ছপের পিঠ হয়ে,
এইতো সময় চলো জলচর মাঝি হয়ে
প্রান্তিক উপনিবেশ খুঁজে নিই।

শহরকে সাথে নিয়ে নিরুদ্দেশ
অভিবাসী হয়ে রোহিঙ্গা মানবী
তরিকায় ভেসে যায় নীল পরবাসে
বাস বদলায়, বুদবুদ শ্বাসমূলে।
পৃথিবীর খোলসে শীতঘুম আসে
চারপাশে স্বস্তিকা নিশান
নদীখাত বাঁওড়ের লুপ্তপ্রায় দশা,
রঙপোঁচ পড়ে পলেস্তারা খসে পরা
বসতির হৃৎপিণ্ড জুড়ে ।

বাস বদলাই চলো,
আলখাল্লা খুলে বেশ বদলাই এবার
হুডখোলা নদী আর শহরটাকে কাঁধে নিয়ে ,
নক্ষত্র আকাশে চাঁদ পোড়া জ্যোৎস্নায়
চলো আবাস খুঁজি পরিযায়ী হয়ে ।

0 comments: