0
undefined undefined undefined

কবিতা - প্রদীপ্ত ঘোষ

Posted in


কবিতা


জাহ্নবী
প্রদীপ্ত ঘোষ


বাঁকে বাঁকে লেখা কত ভাঙা গড়া,
পলি দিয়ে সময় করেছে সই, বুকে।
নাভি আর ছাই ভেসে গেছে আর্য অনার্যর,
তুমি কি শুধুই জলরাশি সহস্রাব্দ প্রাচীন।

উত্তরাধিকারের হাত গলে আদিপুরুষের জল,
কতবার কত ঘাটে মিশে গেছে গর্ভে তোমার।
চিতার আগুন কি নিভবে কখনো দুই পাশে,
ও জলে শান্তি খুব, ডুবে গেছে বহু অহমিকা।

ইতিহাস পুরাণেরা স্তরে স্তরে সেজেছে যে জলে,
সে জলে ধুয়ে গেছে পাপ কত অক্ষমণীয়।
তোমাকে সাক্ষী রেখে পুড়ে গেছে সহমৃতা রোজ,
মার কোল খালি করে সন্তান আজও নিখোঁজ।

কূল ধরে ভাষা জাতি ধর্ম পালটে গেছে কত,
কালের পায়ের ছাপ দুই ধারে মাটিতে তোমার।
সূর্য ডোবার আগে প্রতিদিন খোঁজ নেয় জলে,
চাঁদও সাধ্যমত কাছে ডাকে সুযোগ পেলেই।

জনপদ তীরে তীরে,স্নেহের আঁচলে আছে বাঁধা
বিশ্বাস জন্মেছে ভেসে ওঠা চরের মতন।
নদীখাতে খেলা করে আবেগ আর জনশ্রুতি কত,
জাহ্নবী বয়ে চলে, জল তার সভ্যতা স্নাত।

0 comments: