undefined
undefined
undefined
কবিতা - তিস্তা ভট্টাচার্য্য
Posted in কবিতাকবিতা
অনধিকার প্রবেশ
তিস্তা ভট্টাচার্য্য
বিশ্বাস ভাঙ্গতে মুহূর্তের জবানবন্দি যথেষ্ট।
এতদিন যাকে অবকাশ জুড়ে
অচেনা নদী চিনিয়েছি আদরে
তাকেই আলেয়ার মতো টানে
অনাবশ্যক অবগাহন,
ভুল ঠিকানায়।
তেমন কোনো সরলরেখা নেই জেনেও
ফাতনা আর ছিপের মাঝে
দাগ বুলিয়েছি বারবার,
জাল টেনেছে অকারণেই
পরিচিত ধীবর।
তৃতীয় চোখে দেবত্ব বিরাজ,
অনধিকার প্রবেশ জেনেও তাই
দোটানা সরিয়ে গান্ধারী হলাম...
ভালোবেসে।
0 comments: