কবিতা - জগন্নাথদেব মণ্ডল
Posted in কবিতাকবিতা
গানবাড়ি
জগন্নাথদেব মণ্ডল
পেঁয়াজকলির বাগানে হলুদ রোদ একটু উদাস আজ
কারণ, সকাল থেকে দেবব্রত বিশ্বাস বাজছে
সজনে গাছের জাফরি ছায়ার নীচে দুর্গাটুনটুনি গল্প শোনাচ্ছে নরম হাওয়ার
দেবব্রত বিশ্বাস গান শেষ করলেন
স্বাভাবিক ভাবেই বেলা বাড়তে লাগল
যেমনভাবে প্রতিদিন বাড়ে
আলুভাতে ভাত, গাওয়া ঘিয়ের গন্ধ উঠে মিলিয়ে গেল
ভাতঘুম শেষ
আলো ছায়া নিভে এল
এরই নাম সন্ধ্যে হওয়া
নিঃসন্তান বিপত্নীক গৌতমবাবু গান ধরলেন।
রবীন্দ্র, নজরুল, হেমন্ত মান্না হয়ে লোকগান শুরু হলো
শ্রোতা বলতে ঘরের দেওয়াল, সিমেন্ট মেঝে, সিলিং ফ্যান
দূর থেকে এই দৃশ্য দেখে আমি তিরতির করে কেঁপে উঠলাম
গানবাড়িও কেঁপে উঠল সুখের তরাসে
গৌতমদা, আমাকে তোমার শ্রোতা করে নেবে?
0 comments: