0

কবিতা - কুমকুম বৈদ্য

Posted in







আমাদের মন্দদিনে, আমাদের সেসব খুশির হওয়ায় জলীয় বাষ্পের হানা , মেঘভাঙ্গা জল ভেঙে নিয়ে যায় মুক্তাঞ্চল| সপ্রতিভ শিবলিঙ্গ খাড়া থাকে বারোমাস | তীর্থ -তীর্থঙ্কর অতীশ দীপঙ্কর সিঁড়িভাঙ্গা আঁকা মেলাতে বসেন সিঁড়ির সাতান্ন ধাপে | মনাস্ট্রি থেকে ভেসে আসে ঘন্টা ঘরের হৈচৈ | থ্রিলার জমছে ভালো রাজার শিবিরে | রাজা আছে রানী আছে বিবাহবহির্ভূত, লিভইনে | রাজপুত্র রেডি আছে গর্দানটি নিয়ে হাডুডু খেলবে ভবিষ্যতে | তুমি আমি ডুবেছি ষোলো আনা | বানভাসি মার্সিডিসের স্টিয়ারিং ভেসে ওঠে তিস্তার জলে | সভ্যতা চাপাপড়ে পলিমাটি আস্তরণে | পাঁক কাদা নদীতে গোর দিয়েছে আমাদের |

0 comments: