কবিতা - রঞ্জন রায়
Posted in কবিতাপাশ দিয়ে চলে যাচ্ছে
ডাইনোসর চালে কিছু গাড়ি;
হেঁটে যাচ্ছে ছুটে যাচ্ছে
ঘরে ফেরা হা-ক্লান্ত মানুষ।
"জল দাও, পানি দাও, মেঘরাজা"
--এই শোর তুলে
ভাতঘুম থেকে উঠে
আড়মোড়া ভাঙছে কোলকাতা।
পিচরাস্তা থেকে দেখ শব্দ উঠছে
-- পা চালা রে, পা চালিয়ে চল্!
কার্জন পার্কের গা্ছে হিসি করছে
আমার ঈশ্বর।
শুধু এক পাগলি মেয়ে
ফুটপাথে মাথা ঠুকে দুলে দুলে বলে,
--' ও পাথর, দয়া কর!
দয়া কর হে জাদুপাথর।'
কেউ কাউকে চিনতে চায় না
পথ চলতে এখানে-ওখানে,
কেউ কাউকে ছেড়ে দেয়?
কেন ছাড়বে, এক ইঞ্চি জমি।
ক্ষান্তপিসি ডালে কাঠি ,
পান্তভূত আহ্লাদে ফোঁপায়,
রোববারে শিকাকাইয়ে
মাথা ঘসে রামি আর বামী।
শুকনো ডালে পলাশ এসেছে।
কেমন নির্লজ্জ যেন,
বিনা কোন রাখঢাক
ভেঙে দেবে আমাদের ঘর।
তবু এক পাগলি মেয়ে
ফুটপাথে মাথা ঠোকে
গাঢ় হয়ে বলে,
--' ও পাথর, দয়া কর!
দয়া কর হে জাদুপাথর।'
0 comments: