1
undefined undefined undefined

কবিতা - পার্থ সরকার

Posted in





এক সাইনবোর্ড
এক যারপরনাই নামকরণ
এক শব্দ ভৌতিক
তবু
নিছক হাড়কাঁপানো সম্ভাবনা নয়
বরং নিয়মমাফিক একচ্ছত্র সম্রাট হবে কে
তাতেই তোলপাড়
ঘরের ভিতর ঘর

ফিরে দেখা
কাকডাকা ভোরে
উপার্জনের অপ্রতুলতা
ছিটকে পড়া দোরগোড়া

তবু
ভয় অন্যদিকে
কথা বলে চলেই মহামারীর প্রত্যন্ত এলাকা ।

1 comment: